1. admin@atvnews24.com : admin : Ashraf Iqbal
  2. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  3. smshorifgz@gmail.com : Shorif Gazi : Shorif Gazi
শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজদিখানে বাঁশের তৈরি গ্যালারীতে বসে খেলা দেখছেন শত শত দর্শক ত্যাগী ও পরিশ্রমী নেতাকর্মীরা হচ্ছে বিএনপির প্রাণ : ইমদাদ চৌধুরী শুভ জন্মদিন সাংবাদিক ও সংগঠক আশরাফ ইকবাল প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের বর্ণাঢ্য র‌্যালি বের করেন সিরাজদিখানে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত “বিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো দেশপ্রেম নিয়ে রাজনীতি করতে হবে দেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জন বিএনপির অবিচল সংগ্রাম ও অবদানের প্রতিফলন: খন্দকার মুক্তাদির মুন্সীগঞ্জের সিরাজদিখানে সাংবাদিককে প্রাননাশের হুমকি থানায় জিডি শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে ব্রেস্ট স্ক্রিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

কামরাঙ্গীরচরে ইলেকট্রিক ওয়ার্কস ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে মহান মে দিবস পালন।

এটিভি নিউজ ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১ মে, ২০২৪
  • ১৩৬ বার পঠিত

 আনোয়ার হোসেন:

আজ মহান মে দিবস, এবারের প্রতিপাদ্য-শ্রমিক-মালিক গড়বো দেশ,স্মার্ট হবে বাংলাদেশ। আজ বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন-সংগ্রামের স্বীকৃতির দিন। শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে প্রতিবছর ১ মে সারা বিশ্বে দিবসটি পালন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গুরুত্বের সঙ্গে দিবসটি পালন করা হচ্ছে। এ উপলক্ষ্যে আজ সরকারি ছুটি।

আজ মহান মে দিবস উপলক্ষে রাজধানীর কামরাঙ্গীরচর ঝাউলাহাটি এলাকায় সকাল ১০ ঘটিকায় ঢাকাস্থ্ কামরাঙ্গীরচর ইলেকট্রিক ওয়ার্কার্স ডেভেলপমেন্ট সোসাইটি র উদ্যোগে পথচারীদের মাঝে খাবার স্যালাইন,বিশুদ্ধ পানির বোতল,ও টি-শার্ট বিতরণ শেষে কামরাঙ্গীরচরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে একটি র‍্যালির আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের ৫৫ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব হাজী নুরে আলম চৌধুরী, সুলতানগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আঃ রসিদ সরকার, ৫৫ নং ইউনিট সভাপতি জনাব কামাল মুন্সি সাধারণ সম্পাদক মোঃ আকরাম হোসেন।

১৮৮৬ সালের এদিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওই সময়ে আন্দোলনরত শ্রমিকদের ঘিরে থাকা পুলিশের প্রতি অজ্ঞাতনামা কেউ বোমা নিক্ষেপ করলে পুলিশ শ্রমিকদের ওপর গুলি চালায়। এতে ১০-১২ জন শ্রমিক ও পুলিশ নিহত হয়। ওইদিন তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে বিশ্বে শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। অর্থাৎ শিকাগোর হে মার্কেটে দিনে ৮ ঘণ্টা কাজের দাবিতে অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে কয়েকজন শ্রমিককে জীবন দিতে হয়এরপর ১৮৯৪ সালে মে দিবসের দাঙ্গার ঘটনা ঘটে।

ওয়ালটনের সৌজন্যে আজ মহান মে দিবস উপলক্ষে উপস্থিত ছিলেন ঢাকাস্থ কামরাঙ্গীরচর ইলেকট্রিক ওয়ার্কস ডেভেলপমেন্ট সোসাইটি সভাপতি মোঃ চান মিয়া (চানু) সাধারণ সম্পাদক মকবুল হোসেন।স্থায়ী কমিটির সাধারাণ সম্পাদক মোঃসবুজ আহমেদ, মোঃ মজিবুর রহমান, আনোয়ার হোসেন, ইসলাম হাওলাদার, মোঃ শাহজাহান,ও আনু ভাই,কবির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন আরমান এন্টারপ্রাইজ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর