বাংলা সিনেমায় প্রচুর অভিনেতা ও অভিনেত্রী কাজ করেছেন। তাদের মধ্যে উল্লেখ যোগ্য একজন তৎকালিন যুগের প্রধান নায়িকা হলেন প্রয়াত সুচিত্রা সেন। তিনি মহানায়ক উত্তম কুমারের সাথে অনেকগুলি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার উল্লেখ যোগ্য ছবি গুলি হল সপ্তপদী, শাপমোচন, দেবদাস ইত্যাদি। তিনি তৎকালীন টপ নায়িকাদের মধ্যে একজন ছিলেএ তো গেল সেকেলের ঘটনা। বর্তমান যুগে টালিউড নায়িকাদের কথা বলা হলে সবার প্রথমেই আমাদের মাথায় আসে টলিউড নায়িকা শুভশ্রীর কথা। তিনি সদ্যই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ডিরেক্টর রাজ চক্রবর্তীর সাথে। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরেও তার গ্ল্যামার কিন্তু বিন্দু মাত্র কমে যায়নি। বরং বেড়েই গেছে বলা যায়৷ দেখুন তার গ্ল্যামারস্ ফোটো টি। শুভশ্রী গাঙ্গুলী বর্তমান বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এর প্রভাবশালী অভিনেত্রী। জিৎ, দেব এবং আরও বিভিন্ন ফিল্ম স্টারদের সাথে জুটি বেঁধে তিনি বহু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে। কিন্তু তার বোনকে চেনেন কী? তিনিও খুব শীঘ্রই পা রাখতে চলেছেন টলিউডে
শুভশ্রীর অভিনয়ের ক্ষমতা, ফেস এক্সপ্রেশন সকল দর্শকের মন জিতেছে। তার উল্লাসিত হাসিতে ফ্যান হয়েছে অনেকেই৷পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় ১৯৮৯ সালের নভেম্বর মাসে শুভশ্রী জন্ম গ্রহন করেন। খুব সাধারন পরিবারেই জন্ম গ্রহণ করেন তিনি। পরিবারের খুব আদরের ছোটো মেয়ে শুভশ্রী। তবে এই আদরের ছোটো মেয়েই একদিন এত বড় নায়িকা হয়ে উঠবে কে ভেবেছিল। তবে তিনি একাই নন। বাড়িতে তার একটি বড় বোন ও রয়েছে।তার নাম দেবশ্রী গাঙ্গুলী। মাঝে মাঝে দুই বোনের খুনসুটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন তিনি। কাজের ফাকে সময় পেলেই তার বোনের সাথে আড্ডা দিতে চলে যান তিনি।
দুই বোনের ভালোবাসার মধ্যে একটুও কমতি নেই৷নিজের বোনকে যেন একটু বেশি ভালোবাসেন শুভশ্রী। তাই তো বোনের যে কোনো অনুষ্ঠানে ছুটে আসতে দেখা যায় তাকে। কিছু দিন আগেই হয়ে গেল তার বোনের জন্ম দিন। জন্ম দিনে স্বামী রাজকে নিয়ে হাজির হলেন তিনি।
বেশ জমকালো ভাবে তার বোনের জন্মদিন পালন করলেন রাজ নিজেই৷ বড় বোনের দায়িত্ব বেশ ভালো ভাবেই পালন করেন শুভশ্রী। দুই বোনের ভালোবাসা সব সময় অটুট থাকুক এটাই আমাদের চাওয়া।