শ্রাবন্তীর নতুন জীবন শুরুর আগে আরও কিছুদিন প্রেম প্রেম খেলা। কিছুদিন আগে শ্রাবন্তী আর কৃষাণের বিয়ের কাজ সম্পন্ন হয়। এর মধ্যেই শুক্রবার প্রিমিয়ার হয়ে গেল শ্রাবন্তীর ভিন্নধর্মী মুভি ‘শেষ সংবাদ’এর। মুভিতে সাংবাদিকের ভূমিকায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শ্রাবন্তী। প্রিমিয়ারে স্বামী কৃষাণের হাত ধরে এলেন শ্রাবন্তী।তাছাড়া বাগদানের পর প্রথমবার একসঙ্গে কোনো ছবির প্রিমিয়ারে এলেন তারা। পেশায় সাংবাদিক পল্লব গুপ্তের শেষ সংবাদ নিয়ে ভীষণ আশাবাদী পরিচালক-অভিনয়শিল্পী-কলাকুশলী সবাই।
এদিকে এই নিয়ে দ্বিতীয়বার কেন্দ্রীয় চরিত্র হিসেবে সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছেন শ্রাবন্তী। তাই এই ছবি নিয়ে শ্রাবন্তীর হবু জীবনসঙ্গীর আগ্রহও কি কম?তিনি বলে দিলেন, হবু বউয়ের ছবি নিয়ে তিনি ভীষণ এক্সাইটেড। এর আগে ভিন্নধর্মী ছবি গয়নার বাক্সে অভিনয় করেছিলেন শ্রাবন্তী। শেষ সংবাদ দর্শকদের মন কতটা জয় করবে তা সময়ই বলে দেবে।