২০০৮ সালের ৭ জুলাই নীরবেই বিয়ে করেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা ও নির্মাতা বদরুল আনাম সৌদ। তখনই তাদের বিয়েটাকে সহজভাবে নিতে পারেনি মিডিয়া। আবার অনেকেই বিষয়টাকে সহজভাবে নিয়েছেন। ভালোই কাটছিল তাদের নতুন সংসার। দু’জন এক সঙ্গে নাটক নির্মাণ আর অভিনয়ে ব্যস্ত ছিলেন।কিন্তু বাস্তবতা বড়ই কঠিন এবং নির্মম। যতটা নির্মম হয়ে সুবর্ণা মুস্তাফা হুমায়ুন ফরীদিকে ত্যাগ করে এসেছিলেন, সম্ভবত ততোটা নির্মমভাবেই সুর্বণা মুস্তাফাকে ছেড়ে যাচ্ছেন বদরুল আনাম সৌদ। এমন গুঞ্জন এখন শোনা যাচ্ছে মিডিয়া পাড়ায়।
বদরুল আনাম সৌদ নাকি এখন মজেছেন এক তরুণী অভিনেত্রীর প্রেমে। বাস্তবে তাই হওয়ার কথা, কারণ সুবর্ণা মুস্তফার বয়স তো আর কম হলো না। আর কত দিন!একটি সূত্রে জানা যায়, সুবর্ণা-সৌদের মনমালিন্য বাড়ছে দিন দিন। আর অন্যদিকে তরুণীর প্রেমে ভালোভাবেই আটকা পড়েছেন সৌদ।সুবর্ণা মুস্তাফা সব কিছুই এখন নীরবে সহ্য করে যাচ্ছেন। কিন্তু কতদিন? তাই সবাই ধারণা করছে, শিগগিরই আরকেটি বিয়ে বিচ্ছেদের ঘটনা ঘটতে যাচ্ছে নাটকপাড়ায়।