তিনি হলেন বলিউডের বাদশাহ এবং নিজের সৌন্দর্য আর মাধুর্য দিয়ে লাখো মানুষের মনে বিরাজ করছেন। শাহরুখ খান হয়তো বলিউডের সবচেয়ে সেরা রোমান্টিক নায়ক কিন্তু স্ত্রী গৌরির সাথে তার বাস্তব জীবনের প্রেম এর চাইতে বেশি নাটকীয়। তিনি গৌরির প্রেমে পড়েন যখন তার কাছে কিছুই ছিল না, নামের পাশে মহাতারকা খ্যাতি ছিল না। জীবনের অনেক কঠিন মুহুর্ত পাড়ি দিয়ে আজ তারা বলিউডের অন্যতম সেরা এবং সম্মানিত জুটি।আজ আমরা বলিউডের সবচেয়ে সেরা জুটির বিরল কিছু ছবি দেখবো, এই দুইজনের দাম্পত্য জীবন দেখে আপনারও মন ভাল হয়ে যাবে!নাচতে নাচতে তারা প্রেমে পড়েন!
শাহরুখ ১৯৮৪ সালে এক বন্ধুর পার্টিতে গিয়ে প্রথম গৌরির দেখা পান, তখন তার বয়স ছিল ১৮ বছর!
প্রথম দেখায় প্রেম
ড্যান্স ফ্লোরে নাচতে থাকা মেয়েটিকে দেখে কোনরকম লজ্জা না পেয়ে শাহরুখ এগিয়ে যায়!
সুযোগ
শাহরুখ গৌরির সাথে নাচার সুযোগ পান, শাহরুখ সেই মুহুর্তটা দারুণ উপভোগ করেন। তারা সেদিন ফোন নাম্বার আদান প্রদান করেন!
ভালবাসার খোঁজে
শাহরুখ মুম্বাইতে ছুটে আসেন। তাদের যখন দেখা হয় তারা একে অপরকে জড়িয়ে ধরেন এবং কান্না শুরু করেন। এটা থেকে তাদের ভালবাসার প্রমাণ পাওয়া যায়!
ভালবাসার শুরু
রক্ষণাত্মক প্রেমিক
অন্য পুরুষের সাথে গৌরির কথাবার্তা শাহরুখ একদম সহ্য করতে পারতেন না।
তারপর তারা একটা বিরতি নেন!
শাহরুখের এমন আচরণের জন্যে গৌরি মনে করেন সম্পর্কে একটা বিরতি দরকার!
শাহরুখকে না বলে চলে যাওয়া!
মন ভাঙ্গা!
মা এগিয়ে এলেন সম্পর্ক বাঁচাতে!
নিজের মায়ের সাথে শাহরুখের সম্পর্ক ছিল দারুণ। তিনি মাকে সব জানান এবং তার মা বলেন প্রেমের কাছে ছুটে যেতে এবং তাকে ১০০০০ রুপিও দেন।
প্রস্তাব
একদিন বাড়িতে নামিয়ে দিয়ে আসার সময় গৌরিকে বিয়ের প্রস্তাব দেন শাহরুখ
আসল সমস্যা
কিন্তু গৌরির বাবা মা তাদের এই সম্পর্কে বাধা হয়ে দাঁড়ান!
কারণ?
কারণটা খুব স্বাভাবিক, শাহরুখ তখনও নিজের ক্যারিয়ার নিয়ে সংগ্রাম করে চলেছেন।
বাবা মা রাজী হলেন অনেক চেষ্টার পরে
বিয়ে হলো
২৫ অক্টোবর ১৯৯১ তারা বিয়ে করেন!
প্রেম কাহিনীটা দারুণ না?
পরিবার
-Faporbaz