কারও সাথে কি সম্পর্কে জড়িয়ে পড়েছেন নাকি বলিউড থেকে এসে একা একাই সময় কাটাচ্ছেন? – এই ধরণের বহু প্রশ্নের মুখোমুখি হয়ে প্রিয়াঙ্কা জানিয়েই দিলেন তার মনের কথা। মিডিয়ার প্রশ্নের উত্তরে তিনি জানান যে বলিউড থেকে হলিউডে পদার্পন করে এতোদিনেও তিনি কারো সাথেই সম্পর্কে জড়াননি। কোয়ান্টিকোর সমস্ত সহ অভিনেতাই বিবাহিত। সেই কারণেই কারও সঙ্গে সম্পর্কে জড়াতে চাননি তিনি। সুতরাং, এখনও তিনি সিঙ্গেল আছে বলেই ইঙ্গিত দিচ্ছেন।
বলিউডে থাকাকালীন শাহরুখ খানের সঙ্গে সম্পর্কে জড়ানো নিয়ে বি-টাউনে নানা রকম গসিপ শুনতে পাওয়া যেত। শুধু তাই নয়, প্রিয়াঙ্কা চোপড়ার জন্যই শাহরুখ এবং স্ত্রী গৌরির মধ্যে সম্পর্কও একসময় খারাপ হচ্ছিলো বলে শোনা যায়। কিন্তু এবিষয়ে কখনও মিডিয়ার সামনে মুখ খোলেননি বি-টাউনের বাদশা। পিগি চপস ও নিজের মুখ বন্ধ রেখেছিলেন।এবারও সেইসমস্ত পুরোনো বিতর্কে পাশ কাটিয়ে মার্কিন মুলুকের এক ম্যাগাজিনের জন্য সাক্ষাৎকার দিলেন তিনি। আর সেখানেই তিনি জানিয়েছেন যে কোয়ান্টিকোর কোনো সহ অভিনেতার সঙ্গেই সম্পর্ক নেই তার। তিনি ভবিষ্যতে আরও ভালো কাজ করতে চান।