২৭ অক্টোবর রাজশাহীতে জন্মগ্রহণ করেন তিনি। বাবা মায়ের আদরের মেয়ে মাহি। পরিবারের দেয়া নাম শারমিন আক্তার নিপা। ছোটবেলা থেকেই সংস্কৃতির বলয়ে নিজেকে সম্পৃক্ত করেন। সবাই তাকে চেনে মাহিয়া মাহি নামে।রাত ১২টার পরপরই তার বন্ধু ও পরিবারের সদস্যরা জন্মদিনের শুভেচ্ছাসহ তার হাতে ফুল তুলে দেয়। আর সেই ফুলের তোড়া হাতে নিয়ে সেলফি তুলে ও কেক কাটার ছবিসহ মাহি ফেসবুকে আপলোড করেছেন
জন্মদিনে বিশেষ কোনো পরিকল্পনা না থাকলেও ঘরোয়া আয়োজনে পরিবারের সঙ্গে দিনটি পালন করবেন তিনি। সবশেষ দর্শকরা মাহি অভিনীত ‘জান্নাত’ ছবিটি প্রেক্ষাগৃহে দেখেছেন। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক।জন্মদিনে মাহির এক্সক্লুসিভ ছবি.
বর্তমানে একই নির্মাতার ‘আনন্দ্র অশ্রু’ নামে একটি ছবিতে অভিনয় করছেন তিনি। এছাড়া তার ‘অন্ধকার জগত’ নামে একটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। এ ছবিতে মাহির বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা ডি এ তায়েব।