বিপিএলের ৬ষ্ঠ আসরের জন্য প্লেয়ার ড্রাফটে নাম উঠেছিল আশরাফুলের এবং শেষ পর্যন্ত দলও পেয়ে গেলেন তিনি। চিটাগাং ভাইকিংস ১৮ লাখ টাকা কিনে নিলো আশরাফুলকে।বিপিএলে ‘বি’ ক্যাটাগরিতে ছিলেন মোহাম্মদ আশরাফুল। তবে দুপুর ১২টায় ড্রাফট শুরু হওয়ার পর ৬টি কল হয়ে গিয়েছিল। কোনো ফ্রাঞ্চাইজি আশরাফুলকে কেনার আগ্রহ প্রকাশ করেনি। শেষ পর্যন্ত ৭ম কলে এসে চিটাগাং ভাইকিংস কিনে নিলো সাবেক এই অধিনায়ককে।কিন্তু আশরাফুলকে কিনতে চেয়েছিলেন টাইগার অধিনায়ক মাশরাফি। তেমনটাই জানিয়েছিলেন তিনি।
দ্বিতীয় রাউন্ডে আশরাফুলকে প্রথম ডাকে সিলেট না কিনলে রংপুরই কিনে নিতো তাকে এমনটাই বলেছিলেন ম্যাশ।প্রথম রাউন্ড শেষে ৫ মিনিটের বিরতিকালীন সময়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, আশরাফুলরে আমিই কিনবো ওরে ফর্মে ফেরাবো আমার দলে নিয়ে। এবারের বিপিএলে ও বোলারদের এমন মার মারবে না। অবশ্য কথাটা হাস্যচ্ছলেই বলেছিলেন টাইগার দলপতি। কিন্তু বন্ধুকে নিজের দলে খেলানোর বিষয়টা হাস্যচ্ছলে এড়িয়ে গেলেও লুকাতে পারেননি তিনি।
বিপিএলের মধ্য দিয়েই এবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পথে আরেকধাপ এগিয়ে গেলেন বর্তমানে এনসিএলে ঢাকা মেট্রোপলিশের হয়ে খেলা এই ক্রিকেটার। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে যাওয়ার ফলেই আগামী বিপিএলে দল পেয়ে গেলেন তিনি।