গ্ল্যামার দুনিয়ার ভালবাসা ক্ষণিকের জন্যই থাকে। এখানে অবসর কখন চুপিসাড়ে এসে কড়া নাড়ে কেউ বলতে পারে না। এ সত্য তারকাদের জানা। তার জন্য তৈরিও হয়ে থাকেন অনেকে। অনেকে আবার স্বেচ্ছায় অন্যরকম কিছু করার তাগিদেই বেছে নেন বিকল্প পেশা।এই তালিকায় সবার প্রথমেই নাম উঠে আসে শাহরুখ খানের। মার্কেটিং গুরু বলা হল বলিউডের কিং খানকে। রেড চিলিজের ব্যানারে প্রযোজনা তো করেনই, পাশাপাশি আইপিএল-এর নাইট রাইডার্স দলের মালিকও তিনি। মুম্বইতে বেশ জনপ্রিয় রেড চিলিজের ভিএফএক্স স্টুডিও।
অভিনয় অনেকদিন আগেই ছেড়ে দিয়েছেন করিশমা কাপুর। স্বামীর সঙ্গেও বিচ্ছেদ হয়ে গিয়েছে। এখন ব্যবসায় মনোনিবেশ করেছেন বলিউড ডিভা। Babyoye.com নামের ই-কমার্স সাইটের মালকিন তিনি। এখানে সদ্যোজাত ও তাদের মায়েদের ব্যবহারের নানা সামগ্রী ব্যবহৃত হয়।অভিনয় ছেড়ে শিল্পা শেট্টিও বসে নেই। একদিকে রিয়্যালিটি শোয়ে বিচারক হিসেবে রয়েছেন, অন্যদিকে নানা ব্যবসা রয়েছে তাঁর। রাজস্থান রয়্যালস টিমের মালকিনের স্পা সেন্টারও রয়েছে। অভিনেত্রী নিজেও যোগাভ্যাস করতেও বেশ ভালবাসেন। আর এতে বেশ ভালই উপার্জন হয় বলিউডের ‘ধড়কন’ গার্লের।
আইপিএলের সময় মাঠে দেখা যায় প্রীতি জিন্টাকেও। প্রাক্তন প্রেমিক নেস ওয়াদিয়াও এই টিমের অন্যতম মালিক। সম্পর্ক ভাঙলেও বিজনেসে পার্টনারশিপ রয়ে গিয়েছে। তাছাড়াও প্রযোজনা সংস্থার মালিকানা রয়েছে অভিনেত্রীর।অভিনয় ছেড়ে সবচেয়ে ভাল ব্যবসা বোধহয় করছেন সুনীল শেট্টি। সারা দেশে ফিটনেস সেন্টার রয়েছে তাঁর। সুনীল নিজেও একজন ফিটনেস ফ্রিক। এছাড়াও পপকর্ন এন্টারটেনমেন্টের ব্যানারে একাধিক ছবি প্রযোজনা করেছেন তিনি।স্টিরিওটাইপ কথাটি সুস্মিতা সেনের ডিকশনারিতে অন্তত নেই। দু’একটি সিনেমা বাদে সুস্মিতার ভাণ্ডারে হিট তেমন একটা নেই। কিন্তু প্রাক্তন বিশ্ব সুন্দরী একজন সফল ব্যবসায়ী। দুবাইয়ের তাঁর গহনার ব্যবসা রয়েছে। এছাড়াও রয়েছে একাধিক হোটেল ও স্পা সেন্টার। তন্ত্র এন্টারটেনমেন্ট নামের প্রযোজনা সংস্থার মালকিন সুস্মিতা। এই উপার্জনেই দুই পালিতা কন্যাকে মানুষ করছেন সুস।