বুধবার ছিল চিত্রনায়িকা পরীমনির জন্মদিন। রাজধানীর এক পাঁচতারকা হোটেলে ওইদিন সন্ধ্যায় পরী তার জন্মদিন অনুষ্ঠানে কেক কাটার পাশাপাশি নতুন একটি চমকপ্রদ খবরও জানান। তা হচ্ছে, এবারই প্রথম ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন এই গ্ল্যামারগার্ল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী উপন্যাস ‘শেষের কবিতা’ অবলম্বনে এ ওয়েব সিরিজটি নির্মাণ হবে। সেখানে লাবণ্য চরিত্রে অভিনয় করবেন পরীমনি। এ প্রসঙ্গে তিনি অনুষ্ঠানে বলেন, রবীন্দ্রনাথের ‘শেষের কবিতা’ আমি কয়েকবার পড়েছি। কবিগুরুর সৃষ্ট কর্মে কাজের জন্য আমি এতদিন অপেক্ষা করছিলাম।
ওয়েব সিরিজ হলেও তাতে কিছু যায় আসে না।রবীন্দ্রনাথের উপন্যাসে কাজ করার সুযোগ পেয়েছি, এজন্য আমি নিজেকে ভাগ্যবতী মনে করছি। আমার শিল্পী জীবনের একটি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। ‘শেষের কবিতা’ নিয়ে ওয়েব সিরিজ প্রযোজনা করছে কলকাতার আড্ডা টাইমস। এর মাধ্যমে বাংলাদেশে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করতে যাচ্ছে। ‘শেষের কবিতা’ নির্মাণ করবেন বাংলাদেশের নির্মাতা হিমেল আশরাফ। তবে ‘শেষের কবিতা’তে লাবণ্যর বিপরীতে অমিত চরিত্রে কে অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত হয়নি। অবশ্য জানা যায়, কলকাতার একজন অভিনেতা পরীমনির বিপরীতে এই ওয়েব সিরিজে অভিনয় করবেন।
আগামী ১লা ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হবে ‘শেষের কবিতা’র শুটিং। শেষ অংশের শুটিং হবে কলকাতায়। আগামী বছর ভালোবাসা দিবস উপলক্ষে এটি প্রকাশ হবে বলে জানা যায়।