সোমবার ফেইসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রার্থনা জানান তিনি।তিনি লিখেন, “স্যরি’ পাঁচ অক্ষরের ছোট্ট একটি শব্দ। কিন্তু আজ সত্যি মনের গভীর থেকে মাফ চাইছি পরিবার, বন্ধু-বান্ধব, সহকর্মী ও আমার শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে। কখনো যদি জেনে না জেনে একটুও আঘাত করে থাকি অনুগ্রহ করে ক্ষমা করবেন।অ-শিল্পী সুলভ আচরণের জন্য মডেল ও অভিনেত্রী সারিকাকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করেছে টিভি নাটকের সংগঠন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
নেপালে একাধিক নাটকের শুটিংয়ের জন্য যাওয়ার কথা থাকলেও সিডিউল ফাঁসানোর অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।প্রতিষ্ঠানটির তরফ থেকে জানানো হয়, ছয় মাসের মধ্যে নাটক, মিউজিক ভিডিও, বিজ্ঞাপনসহ কোনো কর্মকাণ্ডে সারিকাকে না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।তারপর থেকেই মিডিয়ার আড়ালে চলে যান তিনি। মোবাইল ফোনে কিংবা ফেইসবুকেও তার সঙ্গ যোগাযোগ বিচ্ছিন্ন ছিলেন।কারণ হিসেবে তিনি জানালেন, চারপাশে কঠিন পরিস্থিতি ও শারীরিক অবস্থার কারণে জটিলতায় ভুগছিলেন তিনি।ভুল-ত্রুটিগুলো যতটুকু পারি শুধরে নেওয়ার চেষ্টা করব কারণ শেখার কোনো শেষ নেই।
আজ না হয় সকল পুরানো কষ্ট মুছে ফেলে নতুন করে শুরু করি সব। আমিও সকলকে ক্ষমা করলাম যাদের কারণে আমি কষ্ট পেয়েছি বা ক্ষতিগ্রস্থ হয়েছি।”, লিখেন তিনি।