জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। দীর্ঘ সময় ছড়িয়েছেন অভিনয়ের মুগ্ধতা। যার অভিনয়ে মুগ্ধ হয়েছেন কোটি ভক্ত। জনপ্রিয়তার শীর্ষে থাকা এ চিত্রনায়িকা বেশ কয়েক বছর ধরেই রয়েছেন চলচ্চিত্রের বাহিরে। বেশ কয়েকবার অভিনয়ে ফেরার গুঞ্জন উঠলেও এখন অবধি ফেরা হয়নি অভিনয়ে।তার অসংখ্য ভক্তরাও অধীর আগ্রহে রয়েছেন কবে আবারো অভিনয়ের জন্য ক্যামেরার সামনে দাড়াবেন। আরও একবার হলে গিয়ে দেখবেন তাদের প্রিয় নায়িকার নতুন সিনেমা। দীর্ঘদিন শাবনূর স্বাশী সংসার নিয়ে ব্যস্ত ছিলেন। সেসময় তিনি বসবাস করেছেন অষ্ট্রেলিয়ায়।বর্তমানে তিনি দেশেই স্থায়ী হয়েছেন। কিন্তু সন্তান-সংসার নিয়েই ব্যস্ত সময় পার করছেন।কিন্তু সম্প্রতি আবারো গুঞ্জন উঠেছ অভিনয়ে ফিরতে যাচ্ছেন শাবনূর। শাবনূরের ফেরার ইঙ্গিতও মিলেছে প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের ভক্তব্য থেকে। যদিও এ বিষয়ে শাবনূর কোন মন্তব্য করেননি।তবে ভেতরে ভেতরে প্রস্তুতি নিচ্ছেন হয়ত।
জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ বুধবার (২৪ অক্টোবর) তার বক্তব্যে এমন আভাস দিয়েছেন। তিনি বলেন, ‘জাজের সঙ্গে শাবনূরের কথা হয়েছে। তাকে অভিনয় করাতে গেলেতো ভালো এবং বড় চরিত্রে অভিনয় করাতে হবে। তাই একটু সময় লাগছে। আশা করছি মার্চে শুটিং শুরু করতে পারবো।’তবে এখানেও একটা কিন্তু আছে। আবদুল আজিজ বলছেন শুটিং শুরুর আগে শাবনূরকে একটা শর্ত মানতে হবে। কি সেই শর্ত? আবদুল আজিজ খোলাখুলি বলেছেন সে কথাও। তিনি বলেছেন, ‘শাবনূরকে নিয়ে আমরা কাজ করতে চাই যদি তিনি স্লিম হোন। অর্থাৎ স্বাস্থ্য কমিয়ে ফেলতে পারলেই শুরু হতে পারে এই শুটিং।’