মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকদের মধ্যে যারা স্পেশাল পাস নিয়ে দেশে ফেরত যেতে চান তারা পাসপোর্ট বা ট্রাভেল পাস সহকারে সরাসরি ইমিগ্রেশনে যান ।
A) যদি আপনি ১ মাসের কম সময় অবৈধভাবে অবস্থান করে থাকেন তাহলে দৈনিক ৩০ রিংগিত হারে জরিমানা দিয়ে স্পেশাল পাস নিতে হবে।B)যদি আপনি ১ মাসের বেশি কিন্তু ৬ মাসের কম সময় অবৈধভাবে অবস্থান করে থাকেন তাহলে ১০০০ হাজার রিংগিত জরিমানা দিয়ে স্পেশাল পাস নিতে হবে।
C)যদি আপনি ৬ মাসের বেশি কিন্তু ৩ বছরের কম সময় অবৈধভাবে অবস্থান করে থাকেন তাহলে ২০০০ হাজার রিংগিত জরিমানা দিয়ে স্পেশাল পাস নিতে হবে।D) যদি আপনি ৩ বছরের বেশি সময় অবৈধভাবে অবস্থান করে থাকেন তাহলে ৩০০০ হাজার রিংগিত জরিমানা দিয়ে স্পেশাল পাস নিতে হবে।E) যাদের রেকর্ড নাই (নদী পথে) তাদের ২৯০০ শত রিংগিত জরিমানা দিতে হবে।F) যারা অসুস্থ তারা সাথে মেডিকেল সার্টিফিকেট নিবেন তাহলে দ্রুত স্পেশাল নিতে পারবেন
G) যারা রি-হায়ারিং করেছেন এবং লেবি জমা হয়েছে কিন্ত এখনো ভিসা বের হয়নি কিন্ত জরুরী বাড়ি যেতে হবে তাদের অবশ্যই নিজ কম্পানির বসকে নিয়ে ইমিগ্রেশনে যেতে হবে তাহলে অল্প টাকায় স্পেশাল পাস করতে পারবেনযাদের পাসপোর্ট নেই তাদের প্রথমে কুয়ালামপুর বাংলাদেশ হাইকমিশন থেকে ট্রাভেল পাস নিতে হবে।কারো সহায়তা নেওয়ার প্রয়োজন নেই সরাসরি নিজে ইমিগ্রেশনে যান।