ভক্তদের কাছে তারকা মানেই ভিন্ন কিছু। স্বপ্নের জগতের মানুষ। পছন্দের তারকার সঙ্গে একটু দেখা করা, সেলফিবন্দি হওয়া, প্রিয় তারকার সঙ্গে সামান্য কথা বলা— এসব মানেই যেন ভক্তদের পরম পাওয়া। এই ভক্তদের জন্যই তারকা তারা। তাই তাদের প্রতি থাকে অগাধ ভালোবাসা।ভক্তদের মিষ্টি যন্ত্রনা তারকাদের সামান্য বিব্রত করলেও এটাকে তারা ভালোবাসার বহিঃপ্রকাশ বলেই ধরে নেন ঢাকাই ছবির অন্যতম জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। ভক্তরা ভালোবেসে তার নামে অনেক ফ্যানপেজে বা গ্রুপ খুলেছেন অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বৃহস্পতিবার গেল এ নায়িকার জন্মদিন। দিনটিতে ব্যক্তিগতভাবে কোনো আয়োজন না রাখলেও অন্য দিনের মতো স্বাভাবিক যায়নি দিনটি। কাছের বন্ধু-বান্ধবরা কেক কেটে সারপ্রাইজ দিয়েছেন এ নায়িকাকে।
তবে অপু সবচেয়ে বেশি অবাক হয়েছেন ভক্তদের কাণ্ড দেখে। অপুর ফ্যান ক্লাবের পক্ষ থেকে উদযাপন করা হয় জন্মদিন। ভক্তদের এমন আয়োজনে চমকে যান এ নায়িকা। সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে কেক কেটে জন্মদিন উদযাপন করেন ভক্তরা।ভক্তদের এমন আয়োজনে আবেগআপ্লুত হয়ে পড়া অপু বিশ্বাস বলেন, ‘আমরা দর্শক ভক্তদের জন্যই তো কাজ করি। তাদের ভালোবাসাই আমাদের পরম পাওয়া। আমার জন্মদিনে ছোট ছোট ছেলে মেয়েরা এতো বড় আয়োজন করেছে তাতে আমি মুগ্ধ। তাদের এমন আয়োজন আমার আগামী দিনে কাজের প্রেরণা যোগাবে। যারা এমন আয়োজন করেছে তাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা।’
‘কোটি টাকার কাবিন’ ছবির এ নায়িকা আরও বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই সবার কাছে যে ভালোবাসা পেয়েছি তা সত্যি ভুলবার নয়। আজকে আমাকে রীতিমতো চমকে দিলো সবাই। এই আন্তরিকতা সারাজীবন মনে থাকবে। তাদের ভালোবাসার মর্যাদা আমি সদা রাখার চেষ্টা করবো।’বর্তমানে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবির কাজ করছেন অপু। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করছেন বাপ্পি চৌধুরী। এছাড়া কলকাতায় ‘শর্টকাট’ নামে আরও একটি চলচ্চিত্রেও অভিনয় করছেন এই অভিনেত্রী।